বসন্ত ফাগুন

রকিব লিখন ১৭ সেপ্টেম্বর ২০১৬, শনিবার, ০৭:০৫:২২অপরাহ্ন কবিতা ৩ মন্তব্য

ছড়িয়ে যাক উদ্দাম শরীরে বসন্ত ফাগুন
হাসির প্লাবনে জোয়ারে ভাসি কিছুক্ষণ
পুষ্পের মধু পানে হই বিশুদ্ধ মাতাল
প্রেমের স্লোগানে হবে আজ হরতাল
মনের কবাট মুক্ত করে এসো ধরি হাত
প্রাণে প্রাণে মিশে যাই সাক্ষী হোক রাত
চোখ হোক শোষক আর মন হোক তারা
চল মিশে যাই গনন জুড়ে হয়ে দিশেহারা

0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ