ধরলা নদী

আরজু মুক্তা ৩০ অক্টোবর ২০১৯, বুধবার, ১০:০৪:৩৩অপরাহ্ন কবিতা ৪৬ মন্তব্য

ভুল করে কতো জায়গায় যাও
একদিন ধরলার পাড়ে চলে এসো,
আমি তো নদীর মতোই স্রোতস্বিনী
উথাল পাথাল ঢেউয়ে মাতিয়ে রাখবো!

পা ভিজিয়ে দেখবে----
বালি হাঁস আর মাছরাঙার ওড়াওড়ি
তোমার মনও বাঁধা পরবে;
চিৎকার করে বলো'ভালোবাসি'!

মুখ ফিরিয়ে নিলে চর জমাট বাঁধবে
বিরহে মৃণালিনী করুণ সুর বাজাবে!
আমি ধরলাকে বিধবার চিৎকার হতে দেবোনা!

তুমি হাত ধরো; ভরিয়ে দাও নদীর দুকূল!!

 

★★ আমাদের শহরের পাশ দিয়ে বয়ে গেছে ধরলা নদী, যার উৎপত্তি ভারতের আসামে। তাকে নিয়ে এই লিখাটা।

0 Shares

৪৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ