দেয়াল ঝুলে আছে দেয়ালে

ছাইরাছ হেলাল ১৭ এপ্রিল ২০১৯, বুধবার, ১১:০৮:৫৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

 

দেয়ালের সাথে কথা বলা যায়-না, হয়-ও-না কোন কথা,
চারিদিকে শুধুই অভেদ্য দেয়াল, ডানে-বায়ে সামনে-পিছনে উপর-নীচে,
পাহাড়-দেয়াল পথ আগলে দাঁড়িয়ে আছে দাঁত চেপে, বৃত্তাবদ্ধ জীবনে,
নিঃশব্দ নিষ্প্রভতার চাদর মুড়ে;

ফুলের-সুঘ্রাণ-দেয়াল কাঁটা আগলে বসে আছে, পথ-জুড়ে,
দেবে-না, নেবে-ও-না, কাগজ/কাগজের ফুল হলেও না।
আমার তো কথা কৈ-তে ইচ্ছে করে, কথা না-বলে, কথা না-লিখে,
চোখে, চোখের মাপ না-জেনে;

তবুও কথা হয়, কথা বলি, পাহাড় ডিঙ্গিয়ে, কাঁটায় কাঁটা ফুঁড়ে, চোখ বুজে,
ঐ নীলাচলের সাথে, বিকেল দুপুর সন্ধ্যা বা রাতের একদম শেষ প্রহরে।
কোন কথা না-বলেই, বোবার বেশে।

দেয়াল বেষ্টনে আজান ধ্বনি অবলীলায়, নমনীয় আনন্দ-শিহরণ অতিরেকে,
দেয়ালে-হৃদয়ে গভীর গোপনে তান তোলে বোশেখের ঘূর্ণি-বেগ,
সত্যিই কী বৃষ্টি নামের কেউ আছে!! দেয়ালের ওপারে!! ছিল কী কেউ!!
কালো চোখের ছোঁয়াচ নিয়ে বিরল-চুমুকে!!

এক হত্যাকারীর দারুন-মানচিত্র দেয়ালে সেঁটে,
দেয়াল লেপ্টে আছে দেয়ালে আলুথালু হয়ে,
হত্যাকারী/আত্নহত্যাকারীর কপট বেশে।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ