দুর্বোধ্যঃ অণুগল্প

মামুন ৯ জানুয়ারি ২০১৫, শুক্রবার, ০১:৪৬:২৭পূর্বাহ্ন গল্প ৬ মন্তব্য

পুরুষ তার ইচ্ছা প্রকাশ করলো, নারী তার।
নারীর নি:স্ব ভংগিতে চলে যাওয়া দেখে পুরুষ বুঝল না, সে নিজে ও যদি না পেয়ে থাকে, নারী নি:স্ব কি কিরে হল?
পুরুষ এই পর্যন্ত নারীকে তার নিজস্ব ইচ্ছানুযায়ী সময় দিয়েছে... একান্ত বোবা অনুভূতির সময়ে ভাষা হয়ে নারীকে প্রগলভ হতে সাহায্য করেছে। আর যখন সে কথা বলার মত সক্ষমতায় উদ্ভাসিত হয়ে বাকচাতুর্যতায় নিজেকে মেলে ধরতে শিখল, পুরুষের আর তার দরকার পড়ল না!
তাই নিজের প্রথম কর্মদিবসের সারাটাক্ষণ কাটিয়ে এসে খুবই ভাবগম্ভীরতায় নারী বলল, 'নতুন কাজে আছি, এখন বিরক্ত করো না। আগামি কোনো একদিনে না হয়...'

মুহুর্তে নিজেকে নিজের ভিতরে গুটিয়ে নেবার একটা দুর্বার ইচ্ছে জেগে উঠে পুরুষের ভেতর। কিন্তু পরক্ষণেই ভাবে, নারী, সে একা আর এই কাজ কাজ খেলায় কতক্ষণ নিবিষ্ট থাকবে। একসময় ফিরে আসবেই... ফিরবে... অবশ্যই ফিরে আসতে বাধ্য হবে। ততক্ষণ না হয় থাকুক সে তার এলেবেলে দুর্বোধ্য জগতটাতে।

একে অপরের পরিপূরক। নারী পুরুষের অলংকার, পুরুষ নারীর অহংকার।
কি প্রয়োজন জোর করে বুঝতে যাবার?

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ