দুটি অকবিতা

রাইসুল জজ্ ১৮ মে ২০১৫, সোমবার, ০১:৩২:৩৩পূর্বাহ্ন কবিতা, বিবিধ ৮ মন্তব্য

আমি আর কিছু নেব না
.................................

সহসায় সিদ্ধান্ত নিলাম
আমি আর কিছু নেব না ।
প্রেম ;
তৃষ্ণা;
হাহাকার ।
কাম নেব না, তোমার নাম নেব না ।
যত যাই হোক কষ্টকেও না ।

আঙুল নেব না, চুল নেব না
ঠোঁটের তিলের স্পর্শেও না ।
সত্য নেব না, মিথ্যা নেব না,
আগুন ? ফাগুন ? যন্ত্রণা ?
জীবন নেব না, মৃত্যুও নেব না,
ভালবাসা না;
প্রত্যাখানও না;
তোমরা আমাকে নাও আর না নাও,
হৃদয়ে আর কাউকে নেব না ।

১৫ মে, ২০১৫

 

 

ভয়
...............

ভয় করে,
মৃত্যুর পর চোখ বুজে দেয়ার যদি কেউ না থাকে পাশে ?
খোলা চোখে চেয়ে থেকে থেকে ক্লান্ত হয়ে,
ক্লান্তি যদি নেমে না আসে ?
ঈশ্বর আমায় ক্ষমা করুক ।
যদি কবরের অনন্ত রাত অতটা অন্ধকার না হয় ?
যতটা অন্ধকার হয় চোখ বুজলে,
যতটা অন্ধকারে তুমি নেমে আসো দু'চোখে ?
তোমাকে না দেখে,
না দেখে ।
শুধু কাঁচা বাঁশের সবুজে চোখ রেখে কিভাবে ?
কিভাবে কাটাবো একটা অনন্ত জীবন ?

 

১৫ মে, ২০১৫

 

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ