দারুণ দাক্ষিণ্য

ছাইরাছ হেলাল ১৫ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার, ০৮:৫৮:১৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৪০ মন্তব্য

চেনা পাখির ঠোঁটে কথার নূপুর,
সীমাহীন মধু-গুঞ্জনের শৌখিন স্বস্তিতে;
কে তুমি রাত্রিবিলাসিনী হিজাবের অন্তরালে!

জেগে ওঠে রাত্রি কড়া নাড়া শব্দে, ঘুম-চোখে,
জ্যান্ত মানুষের কঙ্কাল হাতে, কে তুমি?
কোথা যাও? এখানেই বা এলে কী করে?
কী!! নীলকান্ত মেঘের খোঁজে? এই রাতের ঝুম অন্ধকারে?
আকাশী জাহাজের তুমুল দাপটে দীর্ণ হয়েছে সে, সেই কবে!
অন্ধকারে কল্পনার নীলাকাশ!! নীল ফুলের রোশনাই!!

দারুণ দাক্ষিণ্যে পেলেও পেতে পার, পাবেই এমনতো কথা নেই;

0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ