তোমার অক্ষরের টানে।

রিতু জাহান ৩০ ডিসেম্বর ২০১৬, শুক্রবার, ১২:৪৬:৪৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

তোমার পাঠক হয়ে,
তোমার অক্ষরের প্রেমে পড়েছি বার বার।
তোমার হৃদয় হতে উঠে আসা শব্দের শীতলতা ছুঁয়ে সিক্ত হয়েছি।
তোমার শব্দের মাতলতায় আমার তুষ্টি।
তোমার শব্দের কিছু অক্ষরে,
আমার নয়নের কোনে জল ভাসে,
তারকারাজি খসে পড়ে,সবুজ মাঠে কলরব ওঠে।
আমার এলোমেলো ভাবনাগুলি শৃঙ্খলিত করে।
সময়ের ক্লান্তি ভেঙ্গে আমি পূর্ণ আকাঙ্খায় দ্বীপ জালি।
তোমার অক্ষরের আদলে সাজাতে আমার শতো ভাবনাগুলিকে দিবানিশি জল ঢালি।
তাতে থাকে কিছু আমার নয়নের নোনাজল,
আরো কিছু ঐ শিশির বিন্দু।
শব্দ গাঁথার আকাঙ্খা আমার বেড়ে যায় চুপি চুপি।
ভিজিয়ে রাখি ঐ সুশ্রি গোলাপের পাপড়ির মতো আমার যতো শব্দ সম।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
মৌনতা রিতু।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ