তুমি ছিলে না বলে

পপি তালুকদার ২৮ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ০২:১৩:৫৭পূর্বাহ্ন কবিতা ২৬ মন্তব্য

তুমি ছিলে না বলে,ভালোবাসা ছিলনা।
তুমি ছিলে না বলে,ভালো লাগেনি গোধূলির রক্তিম আভা।
তুমি ছিলে না বলে, বৃষ্টি আসেনি,কদম ফুঁটেনি অভিমানে।
তুমি ছিলে না বলে, ভালোবাসা হয়নি গভীর  রাতের সাথে।
তুমি ছিলে না বলে, তারারা আসেনি রাতের আকাশে।
তুমি ছিলে না বলে, সুর উঠেনি তানপুরাটার তারে।
তুমি ছিলে না বলে,নিরাবতা আমায় আকড়ে ধরেছে সজোরে।
তুমি ছিলে না বলে,কথা হয়নি মনের সাথে।
তুমি ছিলে না বলে,প্রহর আমার কেটেছে গুনে গুনে।
তুমি ছিলে না বলে,ভালোলাগা ভালোবাসা হারিয়েছে অবেলা তে। তুমি ছিলে না বলে,নিজেকে আমি হারিয়েছি অবহেলার দ্বারে।
তুমি ছিলে না বলে, ক্লান্ত আমায় করেছে ভর অকপটে।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ