তুমিও কি….. বন্ধু!

অলিভার ৩ আগস্ট ২০১৪, রবিবার, ০৩:৪৬:৩৩পূর্বাহ্ন অন্যান্য ১০ মন্তব্য

 

তুমিও কি..... বন্ধু!
○ তুমি কে?
● আমি মানুষ।
○ এর বাইরে?
● এর বাইরে একটা মন আছে আমার, যা সব মানুষেরই থাকে।
○ আর তার বাইরে?
● তার বাইরে আমার চিন্তা করার শক্তি আছে। মুক্তচিন্তা, বদ্ধ-চিন্তা, ভাল চিন্তা, খারাপ চিন্তা সব ধরনের চিন্তা করতে পারি আমি। এখানে আমি স্বাধীন। আমার চিন্তায় কেউ হস্তক্ষেপ করতে পারে না। তবে কেউ কেউ তার প্রতিচ্ছবি ফেলতে পারে মাত্র।
○ তারও বাইরে কিছু আছে কি?
● হ্যাঁ! তারও বাইরে আরও একটা জিনিষ আছে। একটা শক্তি আছে। শক্তিটা হচ্ছে অন্যকে আপন করে নেবার কিংবা তাদের সবার আপন হয়ে যাবার। যে শক্তির বলে মানুষ মানুষের আপন হয়, বন্ধুত্ব তৈরি হয়, হয় ভাল কিছু সম্পর্কের।

আচ্ছা, এবার আমকে তুমি বল তো,
তোমার ভেতরেও কি আছে এই বৈশিষ্ট্য গুলি??
তুমিও কি আমারই মত মানুষ?
তোমার মনটাও কি প্রায় আমারই মতন করে চিন্তা করতে পারে??
বন্ধু হবার আর সেই বন্ধুত্বের সম্পর্কটাকে টিকিয়ে রাখার মত প্রচণ্ড রকমের মানুষিক শক্তি কি আছে তোমার ভেতরে??

বন্ধু দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা সকলের জন্যে.....

 

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ