তুই- ভালোবাসার কাব্য

স্বপ্ন ৩১ জুলাই ২০১৪, বৃহস্পতিবার, ০৭:৫২:৩৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৫ মন্তব্য

মিথুন:তুই আমার ঠোটে লিপস্টিক লাগিয়ে দিবি ?
স্বপ্ন:হ্যা দেবো
মিথুন: খুব সুন্দর করে ঠোট একে দিবিতো ?
স্বপ্ন :হ্যা
মিথুন: লিপস্টিক খেতে পারবি না কিন্তু :p
স্বপ্ন: লিপস্টিক কি খাবার জিনিস ? আমি লিপিষ্টিক খাইনা।
মিথুন: তাই না ?  🙂
স্বপ্ন:হুম

মিথুন: তুই আমাকে শাড়ি পড়িয়ে দিবি ? 🙂  আমি শাড়ি পড়তে পারিনা 🙁
স্বপ্ন: হ্যা দেবো ।
মিথুন : ভালো করে কুচি দিবি কিন্তু ।
স্বপ্ন : আচ্ছা দেবো ।
মিথুন: শাড়ি পড়ানোর সময় সুড়সুড়ি দিবি না তো ?
স্বপ্ন: না দেবো না ।
মিথুন: তুই শাড়ি পড়ানো শিখলি কিভাবে ? আরো কাউকে পড়াও নাকি ?
স্বপ্ন: শাড়ি পড়ানো আমার খুব শখ। দেশের সব সুন্দরী মডেলদের শাড়ি আমি পড়িয়ে দেই 🙂
মিথুন: লাগবে না তোর শাড়ি পড়ানো আমাকে। তুই যা ভাগ ।
স্বপ্ন: আচ্ছা যাচ্ছি 🙂

মিথুন: আমি তোর কি ?
স্বপ্ন: তুই আমার জীবনের স্বপ্ন
মিথুন : তুই এত ভালো কেনো ?
স্বপ্ন : আমি যে তোর স্বপ্ন তাই ।
মিথুন : (3

 

0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ