তিন সত্যি

এস.জেড বাবু ২২ নভেম্বর ২০১৯, শুক্রবার, ০৮:৫৯:২২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য

আজকাল কলহ নেই আর ,
সেই কবে থেকে পাশের বাড়ির বৌ-দী
আমাকে দেখলেই আর মুচকি হাসে না মিটি মিটি ।

সামনের ঘরের চাচা ডেকে বলেনা-
আর কত জ্বালাবি ছোকড়িটাকে ?
এবার ওকে একটু সুখের নিঃশ্বাস নিতে দে ।

কাজের বুয়া অবাক চোখে তাকায়না আমার দিকে ,
ওর কাছে ঘেঁষে ফিসফিসিয়ে বলেনা প্রিয়া দিদি-
যে মানুষটা ঘরে এলে তোমার সাথে সারাক্ষণ ঝগড়া করে,
তার জন্য তুমি সারা দিন ধরে
একটার পর একটা খাবারে লবন দেখো দুইবার করে ।

যে মানুষটার বাঁকা চোখা কথায়
তোমার সুন্দর চোখে শুধু কান্না ঝড়ে-
তার রেখে যাওয়া কাপড়গুলি পরম যত্নে নিজের হাতে ধুয়ে রাখো ভাঁজ করে ।

যে মানুষটা শুধু নিজের বই আর কাজ নিয়ে পড়ে থাকে সারাক্ষণ-
তুমি তার পছন্দের শাড়ি পড়ো,
তার পছন্দের রংয়ে ঘর সাজাও ॥

আমার অলক্ষ্যে ;
মিষ্টি হেসে প্রিয়া পাশ কাটিয়ে যায় না কোন জবাব ।

আমি তেমনি দেখতে চাই আজও !
আগে যেমন টা দেখতাম ,
ঘরে ফেরার আগে জানালার পর্দা সরিয়ে চুপিসারে,
তুমি আয়নায়, নিজেকে রাঙাচ্ছো আমার পছন্দের রংয়ে।
দরজার সামনে চুপটি করে কান পেতে শুনতাম গুনগুন ।

আমি আজও চাই ঝগড়াটা হউক,
পিসি টা হটাৎ শাটডাউন করে, মাউসটা ছুঁড়ে ফেলে দাও ।
গাল বেয়ে গড়িয়ে পড়া লোনা জলে, বিষাক্ত নেশা আমার।
মিছেমিছি বালিশ নিয়ে বারান্দায় যাওয়ার ভান দেখে-
অনেক কাঁদো তুমি,
আর আমি দুহাতের তালুয়-
তোমার দুচোখের জল মুছে দিয়ে,
কপালে ছোট্ট একটা চুমু দিতে দিতে
মিছে মিছি করে বলবো-
আজ শেষ-
অফিসের কাজ অফিসে- আর আসবে না বাসায়।
তোমার চোখে গল্প রেখে আর পড়বো না শরৎচন্দ্র ।
কেন লিখবো কবিতা, যা বলার তা তোমার কানেই বলবো সরাসরি।
সত্যি বলছি ;
আর রাগাবোনা তোমায় কোনদিন ।

তুমি বলবে- তবে আমার মাথায় হাত রেখে বলো-
তিন সত্যি !!

আমি আমার মাথায় হাত রেখে বলবো-
সত্যি সত্যি সত্যি ॥

-০-

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ