তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-৪৮)

শামীনুল হক হীরা ২৯ নভেম্বর ২০২০, রবিবার, ০৬:২০:৩৫পূর্বাহ্ন কবিতা ২ মন্তব্য

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
দেশপ্রেমিক বাঙালি জাতির প্রতিটি স্বপ্নেতে,
বাঙালি জাতির প্রতিটি অপেক্ষার প্রহরেতে।
স্বপ্নের বাংলাদেশের প্রতিটি উন্নয়নেতে,
বাংলার রাজপথের প্রতিটি মিছিলেতে।
যাকে নিয়ে হাসান মতিউর রহমান লেখা-
"যদি রাত পোহালেই শোনা যেত
বঙ্গবন্ধু মরে নাই,যদি রাজপথে আবার
মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই,
তবে বিশ্ব পেত এক মহান নেতা,
আমরা পেতাম ফিরে জাতির পিতা"।

তাঁকেই খুঁজি যাঁর এক কথা এক ইতিহাস,
যাঁর স্বপ্ন বাঙালি জাতির আশার প্রদীপ।
গর্ব করে যে বলেছিল-" বাঙালি রক্ত দিতে
শিখেছে,তাই এখন আর কেউ তাদের
থামাতে পরবেনা।এবার বাঙালি বিশ্বে
নতুন ইতিহাস সৃষ্টি করবে"।
যাঁর এই বাণীর ফলাফল দেখে বিশ্ব চমকিত
যে সেই বাংলার একমাত্র স্বপ্নের যাদুকর
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ