জীবনের অংশ

জাহাঙ্গীর আলম অপূর্ব ৬ মার্চ ২০২১, শনিবার, ১২:৫৩:৪৮অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
  1. গাছের মগ ডালে পাখি বাঁধে নীড়
    শত্রুরা ভয়ে কাপে দেখে বীর।
  2. ফুলের জন্য মানবের আছে ভালোবাসা
    অস্ত্রর খেল জীবকে করে নিরাশা।
              
    নিন্দা হলো নিন্দুকের কাজ
    আছে কি তার চক্ষু লাজ।
  3. যে ব্যক্তি কর্মবিমুখ
    কস্মিনকালে পাবে না সুখ।
  4. যে করবে সুখের আশ
    সেই পড়বে দুখের ফাঁস।
  5. নবজাতকের জন্য মায়ের অন্তরে আছে মায়া
    অন্নবিহীন উদর দুর্ভিক্ষে পড়ে আছে কায়া।      
        
      
    --------------
    রচনাকালঃ
    ২৯-০৬-২০২০
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ