ঝুলে যাওয়া জীবন

সুপর্ণা ফাল্গুনী ২৯ আগস্ট ২০২০, শনিবার, ১২:০০:০৭পূর্বাহ্ন কবিতা ৪৫ মন্তব্য

 

জীবনের দাঁড়ি, কমা গুলো দিগ্বিদিক;
কোথায় দাঁড়াবে বোধগম্য নয়।
গাছের পাতারাও ঝুলে থাকে শক্ত ডাল আঁকড়ে।
ব্যথার পালটা ওলোটপালোট বাতাসের নিষিদ্ধ হালে;
কর্পোরেট ভালোবাসায় গন্ধবিহীন মুগ্ধতা, আলিঙ্গন।
জীবন্ত সীসাগুলো পীচঢালা পথে নর্দমার কীট ভক্ষণে
ব্রত;
নশ্বর দেহগুলো নেতিয়ে পড়েছে কোঁচকানো অলিখিত কাগজের বিছানায়!
নিকোটিনের কালো ধোঁয়া অলিতে গলিতে ঢুকে গেছে।
তুমি আমি আছি মনুষ্যত্বের মঞ্চায়ন থিয়েটারে বন্দী।

সমুদ্রের লোনা বাতাসে ভেসে বেড়ায় লোভের সলিল আর্ত্ননাদ;
কর্পূরের মতো উড়ছে বেনামী সম্পর্কের সাতকাহন।
বাসনার প্রদীপ নিভু নিভু জ্বলছে তৈলাক্ত সলতের অভাবে,
মদ , জুসের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মদের পেয়ালা অট্টহাসিতে ফেটে পড়ে।
তাই দেখে কালোবাজারিরা দুর্নীতির খাতায় নিলাম ডাকে।
দুঃস্বপ্নরা বাসা বাঁধে হাইব্রিড মস্তিষ্কের নিউরণ শাখায়;
সূর্যের তাপে পোড়া আত্নাদের মাংসের খাঁচায় ছটফটানি।
মাকড়সার জালের মতো ঝুলে আছে,
জড়িয়ে আছে সব ভাবনার অন্তরেখা।

ছবি- গুগল

0 Shares

৪৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ