জন্মের জন্মান্তর

ছাইরাছ হেলাল ১৫ আগস্ট ২০১৬, সোমবার, ০৯:১৩:২৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

জন্মের যেমন দিন থাকে, দিনেরও জন্ম থাকে, হাসিকান্নার খুনসুটি ভালোলাগার প্রচণ্ড ভালোবাসাও থাকে,
পাওয়াদেরও না পাওয়া থাকে, পাই পাই পাইনা তাও থাকে। সব থাকা নাথাকাদের নিয়ে আমরাও থাকি।
থাকাথাকিও করি নিরুপায়ের উপায়কে নিয়ে;
দীঘল দেহমনের আদিখ্যেতার কাঙ্গালপনা নিয়ে ইনিয়েবিনিয়েও বাঁচি।

তির তির করে বয়ে যাওয়া স্রোতধারা বিপুল প্রতাপে শতধারায় তেজস্বিনী না হোক দিকহারা যে না হয়।
কে কোথায় কখন কবে জন্মেছিল তাঁর হিসাব কে রাখে! আসলেই কী জন্মেছিলাম সময়ের ফেলে যাওয়া পথের প্রান্তরে!
গুটিগুটি পায়ে হাচড়ে-পাছড়ে চলতে গিয়ে সত্যিই চলছি তো!

স্বর্ণবিন্দুশীর্ষ কাশফুল হাসবেই কাজল দীঘির আয়না জলে,
অলক্ষিত অগোচরে,
মালা গাঁথে নক্ষত্রেরা এক-আকাশ আকাশে;
গোলাপি সরোবরে
গন্ধ শুকে জ্যোৎস্নাজোনাকীরা আসে,
অগাধ অসমান সাম্যতার রাত্তিরে
এক ফোঁটা জোনাকি নক্ষত্র হয়ে হাসে;
জন্ম বেঁচে থাকুক জন্ম জন্মান্তরে।

বিদ্রঃ মন্তব্য কন্যার স্বকীয় অনুপস্থিতির কারণে তাঁর দ্বিশততম জন্মদিন উপলক্ষে লিখিত লেখাটি
এইক্ষণে উন্মুক্ত করা হলো।

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ