ছায়া সংগীর শহর।

রিতু জাহান ১৯ জানুয়ারি ২০১৭, বৃহস্পতিবার, ০৬:২০:০৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

তোমার শহরে ছুটে গিয়েছিলাম
তোমার স্পর্শের উষ্ণতার জন্য নয়
তোমার শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরেছি।
আমারই ছায়া ছিল শুধু সংগী আমার।
কাঠুরের মতো আমার ছায়া কেটে খুঁজি তোমার ছায়া।
আমি তো জানি তোমার ছায়ার পাশে
অন্য ছায়ার আনাগোনা।
সময়ও ছিল তোমার, আসনি তবু সে ক্ষণে।
আমার নয়নের মাঝে যে জল ছবি ছিল
তা ছিল তোমার দৃষ্টির আড়ালে।
তোমার ঘাসবুক ভিজাইনি তা কখনো।
একটু ভিজাতে দিতে, ঝেড়ে ফেলতে দিতে,
ডুকরে উঠতো সব।
ভেবেছো যতসব পাগলামি!
একটি বার শুনে নিতে,
একটি রাতের আকশই না হয় দিতে,
সন্ধ্যার সেই ক্ষন না হয় আরো দীর্ঘ হতো।
শুধু বুকের পাজর ছুয়ে বুঝে নিতে সব।
ভেবেছো ভুলে গেছি,
না, অভিমানে সব দরজা বন্ধ করেছি।

শুধু জানি ভাল আছ।

,,,,,,,,,,,মৌনতা রিতু,,,,,,,,

১৯/১/১৭.

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ