চোখে চোখের-নববর্ষ

ছাইরাছ হেলাল ১৪ এপ্রিল ২০১৯, রবিবার, ১০:০১:১৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য

 

স্বপ্নে-স্বপ্নে স্বপ্ন-দেখি সারারাত, ঘুম-নির্ঘুমে;
খোয়াবে ভেসে আসে না কোন গোল-গোল জলজ্যান্ত চোখ-ছবি
স্বপ্ন দেখি,
সে-বার সেই-বার চিলে কোঠায় দেখেছিলাম জোড়া প্যাঁচা
গোল-গোল চার-চোখ পলকহীনতার আলোক জ্বেলে
নির্ঘুম বসে ছিল।

ওরা কখন ঘুমোয়!!
কাজল টানা নিগূঢ় ছল-চোখ কোথায় লুকায় ঘুমের ঘোরে!
এই বোশেখের সফেদ-ঝড়ে চিলে কোঠায়
বিদ্যুতের চমক খেলে যায়,
প্যাঁচা চোখ চেয়ে চেয়ে থাকে গা ঘেঁষাঘেঁষি করে;

ক্লান্তির মহারণে সূক্ষ্ম দুঃখ বোধে, ক্ষুব্ধ কলাবতী-আর্য-চোখ
ঘুমিয়ে স্বপ্ন খোঁজে শরীরী-কালা-জ্বরে, শিশু উচ্ছলতায়
এই নববর্ষের সকালে।

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ