চোখের কুটো

খাদিজাতুল কুবরা ৪ জুলাই ২০২০, শনিবার, ১২:৩৪:৫৭পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

আচ্ছা,
কেউ কি বলতে পারো আমি কাঁদছি কেনো?
আমারতো পিছুটান নেই,
জীবন থেকে, আকাঙ্ক্ষা থেকে অবসর নিয়েছি কবেই।

যার জন্য মন কাঁদে!
তার সাথে ও আড়ি জনম জনমের তরে।

তবে আমার দু'চোখে কি রোজ কুটো পড়ে?
অমন বাঁধভাঙ্গা জলে কুটো ঘর বাঁধে কি করে?
আমিতো পারিনি ধরে রাখতে আমার প্রিয়রে,
ভাটার টানে ফিরেছে যখন তিমির সায়রে!

চোখের কোন ভিজে গেলেই বিরক্তি তুঙ্গে উঠে,
তবে কি আজও সে আমার নিরবিচ্ছিন্ন সুখে সিঁধকাটে?

না, কোনমতেই তাকে আর ভালোবাসি না!
তার ছায়া আবছায়ার মায়ায় সর্বস্ব হারিয়েছি,
বাঁচি বা মরি তাকে আর চাই না।

কেউ কি বলতে পারো আমি কাঁদছি কেনো?
তাকে বলে দাও সে আর এমুখো হয়না যেনো।

আমার কোনো পিছুটান নেই,
আমার কোনো আকাঙ্ক্ষা নেই,
আমার আকাশে পাখি নেই,
আমি এখনও আছি, নিজের মাঝে নিজে বাঁচি

 

 

#ছবি সংগৃহিত।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ