চেঁচানো ভালোবাসা

ভালোবাসি ভালোবাসা হররোজ শুনি এমন কথা,
ভালোই বাসি ভালোবাসা,
ওই সবুজের পাহাড় ছুঁয়ে ঝাঁ-চকচকে রূপালী তলোয়ার হাতে
শেকলে বেঁধা আধুনিক দাস,
মনোরম শারদ সন্ধ্যায় বন্ধ্যা নদীতে রুনুঝুনু মুক্তোর ঢল,
শুকনো কুয়োটার পাশে উঁকি দেয় চাঁদ,পত্রহীন বনরাজি;
প্রতীক্ষার অধীরে ভালোবাসার পদধ্বনি, টিকে থাকে না
বাঁধা বেতনে সদিচ্ছার সাধ্যাতীত চেঁচানো ভালোবাসা।

বেড়াজাল ছুঁয়ে

কখনও ছুঁয়ে দেই না ঝরে পড়া পালক
ঝরে যাওয়া রোদ-বৃষ্টির বসন্ত,
দৃষ্টির পাহাড়ে ডুবে থাকা হৃদয়ে
বসন্ত এলেও গা করি না,
ভুলে যাওয়া গল্পের কঙ্কাল খুড়ে
ফিরতি পথের হিসাব ছুঁই না,
সব কিছু ভুলে খেলার ছলে খেলা
লেখার ছলে লেখা
কৈ! কিছুই তো ছুঁচ্ছি না!
দু'ফোটা কাঁচ গলে গেলেও
নিষেধের বেড়াজাল ছুঁয়ে দিচ্ছে না।

0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ