চুলকানি (সোনেলা ম্যাগাজিন ২০২২)

হালিম নজরুল ৩ আগস্ট ২০২২, বুধবার, ১১:৩৮:৫৩পূর্বাহ্ন ছড়া ১০ মন্তব্য
  1. খাউজানি, চুলকানি, এলার্জি মহারোগ,

কেউ কেউ নিজেরাই বাড়ায় এ দুর্ভোগ।

কারো কারো চুলকায় শীত কিবা গরমে,

কেউ কেউ চুলকায় গোপনে বা শরমে ।

অন্যের ভালো দেখে খাউজানি বাড়ে খুব,

তাই কেউ চুলকিয়ে আন্ধারে দেয় ডুব।

শয়তানী বুদ্ধিতে কেউ মাথা চুলকায়,

কারো কারো চুলকানি জিহ্বা ও ফুলকায়।

কারো কারো চুলকানি ব্রেন আর কলমে,

এইসব চুলকানি যায় নাকো মলমে।

কেউ কেউ সাদা গায়ে চুলকিয়ে ঘা করে,

কেউ কেউ চুলকায় চোখ বুজে হা করে।

কারো কারো চুলকানি বংশের ধারাতে,

শত ওষুধেও ওটা পারে না তো সারাতে।

এইসব খাউজানি-চুলকানি থামাতে

নর্দমায় চুবিয়ে মাথা হবে কামাতে।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ