চির বসন্তের বাগানে

ছাইরাছ হেলাল ২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ০৫:৪৬:৪৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

 

স্বপ্নের কল্পনা নাকি কল্পনার স্বপ্ন,
জীবনের মানে কী? জীবনকে দেখে/বুঝে নেয়ার জন্য
কতটুকু মাপজোক নেয়ে যায়/দরকার!হতে পারে স্বপ্নের স্বপ্ন-বিশ্রামটুকু
দেখে নেয়া, কোথাও টাল খেয়ে গেল কী না!গল-গল করে
উগড়ে দেয়া ধুয়ো-চিমনিটার দৈর্ঘ্য-প্রস্থ-জ্যা ঠিক-ঠাক আছে, কী নেই!

অন্য ভাবে বললে,
জীবন তো একটাই, হাঁস-ফাঁস কান্না-হাসি ফেঁসে-যাওয়া ফাঁদে-পড়া,
দেয়াল-চাপে বেঁচে যাওয়া, তাই বলে এক হাত দেখে নেয়া!
প্ররোচনার ডাকে বেঁকে বসা!কূটপ্রশ্নের জ্যাভেলিন ছুড়ে দেয়া!
কী আর হবে তাতে! ছাতা-মাতা!

কুমিরের বিলাসী-হিংস্রতার ডাকে গা-এলিয়ে নত জানু হতে হতে
লুডু খেলে খেলে হেরে গিয়ে ডুবে গেলে কে আর কী-ভাবে এগুবে!
জীবনকে বুঝে নিতে হবে জীবনের-বুকে শক্ত পায়ে দাঁড়িয়ে।

স্বপ্ন-দেখা প্রতিজ্ঞা গুলো ভালোবাসা পেলে বাঁচবে,
শিমুলের চির-বসন্ত-বাগান জীবনের কোলে, ঠিক এঁটে যাবে।

নোটঃ কে লিখেছে বলুন তো! কবি থেকে ব্লগার আপনি?
তবে এই গানটি কিন্তু আপনি লেখেন-নি!

ছবি......নিজ

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ