চিবুক-তিল

ছাইরাছ হেলাল ২৫ মার্চ ২০১৭, শনিবার, ০৯:৫৯:০৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

রাত্রির রক্তরাঙা চিবুকে (অক্ষরেখা-বরাবর)
অসমান্য ঝকঝকে জীবন্ত মায়াতিলচিহ্ন দেখে
বিস্ময়বিস্ফার চোখে, ঘোর লাগে-নি;
হৃদ-অন্তস্থল বিপুল-বিশালতায় ধড়ফড় করে-নি,
খুন-হয়ে-যাওয়া বিচূর্ণ হৃদয়ের উচ্ছসিত জলস্রোত!!
উহ্‌, তা-ও-না;
বোখারা-সমরখন্দ দিয়ে দেব!!
এমন ভাবনা-ও ভাবি-নি (নেই-ও-তা);
তিলোত্তমা!! নাহ্‌,
তা-ও-তো মনে হয়-নি।

তিলটি ক্রমাগত গড়াতে গড়াতে
ঢেকে গেল সারা-মুখ সারা-শরীর,
অরণ্যস্নাত প্রত্যুষ কুয়াশার আদ্রতায়
হৃদয়ের দীপাবলীতে, জড়ালাম কালো-চাদরে
অনন্ত জ্যোৎস্নার সরোবরে;

 

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ