চিঠি//

বন্যা লিপি ২৭ জানুয়ারি ২০১৯, রবিবার, ১২:০৯:৪২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

খুব বুঝি বদলে গ্যাছো আজ?স্বভাবটা বুঝি খুব বুড়িয়ে গ্যাছে? ঢিল ছুঁড়ে আম কুড়ানো দিন গুলো বুঝি ভুল পথে দুভাগ হয়ে গ্যাছে আজ? ঝড়ো বৈশাখী দিনে, হঠাৎ আলুথালু, বড় বড় চোখ নিয়ে হ্যাচকা টানে ঘর পালানো দিনগুলো একটুও পড়েনা বুঝি মনে?  কোনো ব্যাস্ততার অলস অবসরে? জানালার ধারে টেবিলে, দুরন্ত বাতাস যখন প্রিয় বইয়ের পাতা উল্টে দ্যায়?? কপাল কুঁচকে জানতে ইচ্ছে করেনা বইটা এলো কি করে ওখানে? অজান্তেই এক পা দু পা করে হেঁটে টেবিলের ধারে আনমনে হাতে তুলে নিতে সময় পাওনা বুঝি একবারো?

কতটা বছর হেঁটে হেঁটে চলে এলাম বলোতো? না........   বোধ হয় ভুল হলো। আমিতো ঠাঁয় দাঁড়িয়ে আছি আজো?? কখন যে হাতটা ছেড়ে দিয়ে এগিয়ে গেলে..........টেরই পাওনি!! পেছনে একবারো কি তাকিয়েছিলে? একবারো কি ভেবেছো? তোমার হাতের তালু কখন খালি হয়ে গেলো? স্পর্শের বাইরে চলে গ্যাছো সামনে আরো সামনে!!! পাশ বালিশে কখনো দেখোনি, কখনো বোঝোনাই কতগুলি হা হুতাশ হেসে খেলে ঘুমিয়ে থাকে জড়াজড়ি করে!!! এখনো কি যখন তখন তোমার চা'য়ের নেশা ধরে?  হুটহাট করে কলেজ ক্যান্টিনে টেবিল চাপড়ে গলা ছেড়ে গান গাইতে গাইতে ভুলে যাওয়া........ কেউ একজন তোমার  অপেক্ষায় ভুলে গ্যাছে সময়ের হিসেব।ভার্সিটি'র প্রথম দিনের কথা তোমার মনে পরে? সবুজ লন পেরিয়ে করিডোর। করিডোর পেরিয়ে ক্লাশরুমের বারান্দায় জটলা? ভালো আছোতো আজ? সবকিছু ফেরেনা বুমেরাং হয়ে।ফেরেনা সময়।ফেরেনা বয়স।আমার যে কোথাও যাওয়া হলোনা আজো!!!!!  খুব বুঝি বদলে গ্যাছো আজ? একবার, শুধু একবার তোমার কাছে চাইবো জানতে। তোমার ফোন নাম্বারটা দেবে? একটুও পাওনা সময়? একটুও বুঝি মনে পড়েনা? একজন এখনো সময় ভুলে সময়ের অপেক্ষায় ঘড়ি পড়তেই ভুলে গ্যাছে?

 

 

 

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ