চিঠি……রাই কে

ছাইরাছ হেলাল ১ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার, ০৮:১২:৫৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৭৯ মন্তব্য

রাই,
বলেছিলে এ তল্লাটে এলে দেখে যেও, দেখা ও দিও, এই যে এলাম, কতোকাল পরে, কিন্তু একি!! সুনসানের নীরবতা স্রোত চুইয়ে পড়ছে সীমাহীন পোড়ো জমিতে, টের পাইনি তো কখন ক্ষয়ে গেছে তিল তিল করে তাল হয়ে, কেটে গেল মসলিনের সারাদিনমান আমাকে ধ্বংস করে।

এসো, আবারও এই সন্ধ্যায় জড়াও বুকে প্রীতি বন্ধনে, হেঁটে যাই ধানসিঁড়ির পাড় ঘেঁষে মিলন বাসনায় ঐ দূরের অজানায়। হে প্রিয়তম শ্রাবণ সন্ধ্যা, তোমাতেই বুনি বীজ কোন এক নূতন সকালের।
ইতি
?????????
======================================================================
আসুন ভাব নেই।

বলেছিলে
এ তল্লাটে এলে দেখে যেও, দেখা ও দিও,
এই যে এলাম, কতোকাল পরে,
কিন্তু একি!! সুনসানের নীরবতা স্রোত চুইয়ে পড়ছে সীমাহীন পোড়ো জমিতে,
টের পাইনি তো কখন ক্ষয়ে গেছে তিল তিল করে তাল হয়ে;
কেটে গেল মসলিনের সারাদিনমান আমাকে ধ্বংস করে।

এসো, আবারও এই সন্ধ্যায় জড়াও বুকে প্রীতি বন্ধনে,
হেঁটে যাই ধানসিঁড়ির পাড় ঘেঁষে মিলন বাসনায়
ঐ দূরের অজানায়।
হে প্রিয়তম শ্রাবণ সন্ধ্যা, তোমাতেই বুনি বীজ
কোন এক নূতন সকালের।

রাই, তোকেই ভাবছি।

0 Shares

৭৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ