চাওয়াদের না-চাওয়া

ছাইরাছ হেলাল ১০ এপ্রিল ২০১৭, সোমবার, ০৬:৪১:০৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

এই-যে ক্রমাগত না-হতে থাকা থেকে থেকে, না-ই হয়ে যাওয়া
বালখিল্যতার আনন্দ-বিষাদে মন্দ লাগে-না, আনন্দ না-আনন্দদের আতিশয্যে
গুলিয়ে ফেলে গুলতে গুলতে ঢক করে গিলে ফেলা; তা-ও মন্দ নয়,
আমরা যাব অরণ্য-গভীরে, কোন এক জানা-না-জানার বনে
নিশীথে বা মধ্য-দ্বিপ্রহরে ঘর্মাক্ত কলেবরে, ঘোড় সওয়ারির বেশ ধরে,
নগ্ন পায়ে-ও, হাঁটা-না-হাঁটার ভাব নিয়ে খেলতে খেলতে,
ক্রমাগত আড়াল নিতে থাকবো, প্রকাণ্ড কোন গাছ-কোঠরে,
এখানে-ই গাছেদের সাথে ঠায় দাঁড়িয়ে মিলিয়ে যাব, মিলেমিশে।

হয়ত কোন-এক-দিন
বজ্রের হ্রেষা ধ্বনিতে চৌচির হয়ে লুটিয়ে পড়বে
প্রকাণ্ড গাছটি, গাছ-কোঠর থেকে বের হয়ে আসবে
আজানুলম্বিত এক প্রস্তর মুর্তি, মার্বেল পাথরের ধাঁচে,
চোখ-চাওয়া হাসি নিয়ে;
তিরতির করে এফোঁড়-ওফোঁড় হয়ে
বয়ে যাওয়া সময়-স্রোতের বিপরীতে!!

 

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ