ঘুমাও মানুষেরা

সাতকাহন ৩০ জুলাই ২০১৫, বৃহস্পতিবার, ০৬:৩৫:৪৪পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

দীর্ঘদিন কবরবাসের পর রোদ্দুর অসহ্য লাগে
চোখ জ্বালা করে; মনন ও মগজে নির্বোধ মিথস্ক্রিয়া
পুনরুত্থানকালেও আকাশে মেঘ ছিলো না...।

পূর্ণিমায় সমাপ্তি, রোদেলা দিনে এলো নতুন বছর।

ঘুম আসে, ঘুম-ঘুম ভাঙে; বঙ্গাব্দে, খ্রিস্টাব্দে, হিজরিতে...।

তৃতীয় বিশ্বের ফেরেশতা দুর্বল ডানায় চেষ্টা করে অবিরাম
উড়ে যেতে নন্দন-কাননে; বছর যায়, বছর আসে।

জানে না, কে যেন সুতোয় বেঁধেছে ডানা, দুর্বাঘাসে...।

ঘুমাও মানুষেরা, শান্তির ঘুম; কয়েক শতাব্দী ধরে
তৃতীয় বিশ্বের ফেরেশতা শয়তান হয়ে ফিরেছে পৃথিবীতে।

শান্তির কবর ঢেকে যাবে ঝরা পাতায়, আবর্জনায়...।

 

নর্থ সার্কুলার রোড,
ধানমন্ডি, ঢাকা
৩০ জুলাই, ২০১৫

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ