গ্রহান্তরে যাই

ছাইরাছ হেলাল ৪ নভেম্বর ২০১৪, মঙ্গলবার, ০৯:৪৯:৫২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

এসো তবে মঙ্গলে যাই/লাল সূর্যের আকাশবাড়ী/নিঃশ্বাসহীন বুকে ভেসে বেড়াই/
গরিমা ভাল নয় রাত/সন্ধাকৈবর্ত সেজেছি যখন/এক রহস্যময় জানা-অজানা প্রান্তরে/
উঁকি দিয়ে নীল আকাশ খুঁজি/নীল পদ্মের দেশে/ আহা! কর কী? অত কিনারায় যেও না/
পড়ে গিয়ে ভেসে রবে অজানার দেশে/ নীরক্ত বুকে তাজা রক্তের আস্ফালন/ বোঝে না সে
বোঝেনা কিছুতেই সে/
স্বপ্নের ছেঁড়া কাঁথায় শুয়ে জেগে থাকা অপেক্ষার দুরন্ত এক ঘোড়সওয়ার।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ