গেন্দি মাসির হাসি

বোরহানুল ইসলাম লিটন ২৫ মার্চ ২০২২, শুক্রবার, ০৮:২৪:৪৯পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

পাশের বাড়ির বুদ্ধু জেঠা
খাবার আশে ভাজি,
হাট থেকে এক ছোট্ট ইলিশ
কিনছে হয়ে রাজি।

জেঠি শুধায় দুর্দিনে আজ
এই কি তোমার শান?
শুনেই এ বাক জাগলো আড়ে
সজাগ দু’টি কান।

বুঝায় জেঠা ক্যান করো আর
আফসোসে হায় হায়!
কাল না হলে দু’দিন পরেই
করবো ফের এ আয়।

তারচে’ বরং মাছে দেখে কও
কেমন হলো জিত!
জেঠি ভাবে রস ঝরে ক্যান
গললো কি ওর পীত!

ব্যাগ ঢেলেই কয় মাছ তো পচা
অনেক দিনের বাসি!
শুনেই সেকি গেন্দি মাসির
খিল-খিলানি হাসি!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ