গানের মত করে!

নিবিড় রৌদ্র ৪ জুন ২০১৬, শনিবার, ০১:৩৫:১৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৪ মন্তব্য

কোন দোষে যে দূরে সরাও কোন গুণে যে কাছে পাই
ভুল শুদ্ধের সংজ্ঞা আমার কোনটাই যে জানা নাই
দূরে আছ তাও জানি
তবুওতো আমার রাই,
আমি শুধু তোমায় আমার নিজের গানে রাখতে চাই।

হঠাৎ যেমন বৃষ্টি এসে
জানালার কার্নিশ ঘেষে
ভিঁজিয়ে যায় এক ঝটকায় এলো বিছানা
তেমনি কি তুমিও নও
হঠাত এসে কথা যে কও
অবিচলে বলতে থাকো আমি আছি না?
আমি বলি তুমি থাকো পাঁজরে বিধে থাকো
তোমার কথা লিখবো গানের প্রতি অন্তরায়।

যখন চোখে ঘুম আসে
যদি ভোর ডাকে পাছে
তুমি তখন রোদের আলোয় খুঁজো জ্যোছনা
তবুও বল স্বপ্ন নয় তা
চোখে শুধু বাস্তবতা
আর মনে প্রাণে যাচ্ছো করে স্বপ্ন রচনা!
আমি বলি আঁকো আঁকো চোখের কোনে বেধে রাখো
অসীমে নীল স্বপ্ন দেখো এটাই অভিপ্রায়।

গানের মত করে
২৩.০৫.২০১৫

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ