ক্ষয়

এজহারুল এইচ শেখ ৪ মে ২০১৩, শনিবার, ১১:৫৫:৫৮পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য

রাত-দিনের ঠিক নেই! মেরুদ্বয়ের ঠিক নেই,সুমেরু সুমেরুতে নেই, রোদ-বৃষ্টির ঠিক নেই!
যেখানে হেসে ওঠার কথা,হাসতে পারি না!ফুঁফিয়ে কাঁদবো ভাবি কাঁদতেও পারি না!
আমি আর সেই আগের মতো নেই!

জীবন-যাপনের ঠিক নেই,মান অভিমানের ঠিক নেই!
খেতে বসলে থালায় তোমার কান্না ভরা মুখ,জল-পাত্রে জলে ভরা তোমার চোখ!
হাঁটতে গেলে পথে মরণ আমার আপন বলে ডাকে,
ফিরে এসেছি শুধু তোমার কষ্টের কথা ভেবে!
এখন আমার বাঁচা - আমার হাতেও নেই!
আমি আর সেই আগের মতো নেই!

শ্বাস বায়ুর ঠিক নেই ,ঋতু-ক্রমের ঠিক নেই,আগের মতো কার্বন কনা টানার ক্ষমতা নেই!
ভোর- দুপুরেও এখন আমার সারা গায়ে জ্বর,মাথায় ফুঁটো ভাঁড় বসাবার কেউই নেই!
জমাটবাঁধা জীবন আজ ধসে যায়,গলে যায় নোনা জলে! অকালে জীবন ফুরিয়ে,তলে তলে হয় নাশ!
আমি আর সেই আগের মতো নেই!

যতটুকু জীবন বাকি আছে,সেই টুকু শুধু তোমার জন্য,আমার যে মরণ হবে সেটাও তোমার জন্য!
এ-কথাটা আমি জানি আর শুধু ঈশ্বর জানে!
আমি আর সেই আগের মতো নেই!

@ বাড়ি,
তারিখ-০৩/০৫/১৩
সময়-৮ঃ৩৯ সন্ধ্যা

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ