জলের নীচে পা ডুবিয়ে বসে আছে রোদ, চুপচাপ,হেল নেই, দোল নেই, হাঁটুর নীচে ক্ষত রক্ত গুলো সবুজ হয়ে চারিদিকে ছড়িয়ে যায়, হাঁ-হুতাশ ও নেই,সারাদিন উড়োচুলে উদাস! সকালে আসে সন্ধ্যেয় আবার শীত নাবিয়ে বাড়ি যায়, আদি বাড়ি হল কামারপুকুর, বাবার কামজ্বালায় জন্ম মুহুর্তে ওর মা সৌদামিনী গত হয়, আপন বলতে ওই কামদেব আর এই তল্লাটে কেউ [ বিস্তারিত ]