নাকে নখ

এজহারুল এইচ শেখ ২৪ জুলাই ২০১৩, বুধবার, ০৪:১৭:৩৬অপরাহ্ন বিবিধ ৭ মন্তব্য

নাকের ডগা দিয়েই দুটো স্রোতের প্রবাহ,
দেখি,
হাঁটু সমান জল চোরা বালিতে,
শুষ্ক রুগ্ন পাহাড়ের গর্ভ থেকে পড়ে,
মাথায় কত ভার,
উপর থেকে জল, কালের গোড়া
থেকেই সরে যায়!

ঠেঁসমূল নাকি সাপ,
সুন্দরীর
জড় বেয়ে প্যাঁচিয়ে,
চোখ ফুল হয়ে ফুটে থাকে,নীল হলুদ সবুজ,
হায়! রং-বাহারির পাতায় মাংস, পচাঁ গন্ধ!

আর্সেনিক- জলে
ধুয়ে সাদা, বনলতার নখের নেল -পালিশ…

@ বাড়ি,
তারিখ-২৪/০৭/১৩
সময়-২ঃ০২ দুপুর

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ