বইপোকা

এজহারুল এইচ শেখ ২৬ জুলাই ২০১৩, শুক্রবার, ০৮:৫৫:৫৫পূর্বাহ্ন বিবিধ ৭ মন্তব্য

ভাবছি একটা কবিতা লিখবো,কিন্তু কে পড়বে?কে কোথায়?

ওই যে লোকটি,ঠেলা ঠেলতে ঠেলতে ওভারব্রীজে রোজ উঠে,
নেমে ক্লান্তির ঘাম, ঘাসে ফেলে দিয়ে সন্ধ্যার কাছে এসে,
ভাতের কৈফত নিয়েই আধাঁর নামে,মুষড়ে পড়ে দীর্ঘ নিশ্বাসে ঝিঁঝিঁ পোকা ডেকে যায়,

ওর বুকের স্বরবর্ণ, ধ্বনি বইয়ের পোকা খায়,
ও কি কখনো কবিতার গ্লাসে জল পাই?
তবে কে পড়ে কবিতা?

ভাবছি একটা কবিতা লিখবো,
কিন্তু কে পড়বে? আমি যে কবি হবো!

@ বাড়ি,
তারিখ-২৫/০৭/১৩
সময়-১০ঃ১৪ রাত

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ