স্ট্যাচু অফ লিবার্টি

এজহারুল এইচ শেখ ২১ জুলাই ২০১৩, রবিবার, ০২:২১:১৪অপরাহ্ন বিবিধ ৩ মন্তব্য

সিঁড়ির ধাপগুলোর কনাচ ভাঙা,
এক-পা ,দু-পা করে নজর দিয়ে উঠি,
এক পাশে কুকুর ঘ্রান বিছিয়ে ঘুমিয়ে,
ফাঁকে দাঁড়িয়ে হাওয়া -খোর এক মস্ত ভিক্ষারি,
আর এক পাশ দিয়ে সবাই ওঠে আবার নামে,

সামনের কাঊন্টারে ঠাসা প্যাসেঞ্জার,
একটু দূরে…
কোথায়? শিল্পপ্রবেশ আপ-ডাউন!
টিকিট কাটা শেষ, এবার হই গন্তব্যস্থল মুখি,

হাঁটি আর দেখি,
কত অচেনা মুখ
আসে আবার নিমেষে মিশে যায়…
তারপরও চোখে অপেক্ষার স্রোত,

ঘড়িতে মাথায় কাঁটা,
এগারোটা পঞ্চান্ন…
শেষান্তে হুমড়ি খেয়ে দে ছুট,
পড়ি না মরি,লে বাবা ধাক্কা!

হাঁফিয়ে হাঁফিয়ে,
যাই হোক...

জানালার ধারে বসি,
বাকি সিট ফাঁকা,
বসে বসে শিল্পীর পেনসিলে চলে আঁকা...

সবুজের মায়া থেকে শুরু স্বপ্নের রাজপুরী,
বাস্তিল দূর্গ ভেঙে স্ট্যাচু অফ লিবার্টি!

@ বাড়ি,
তারিখ-২১/০৭/১৩
সময়-১২ঃ০০ রাত

0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ