ক্রন্দন অথবা জলজ শব্দ

আগুন রঙের শিমুল ২৩ ডিসেম্বর ২০১৪, মঙ্গলবার, ০৯:২৯:২৫অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

কোথাও জলের শব্দ নেই -
কোথাও টুপটাপ ঝরেনা শিশির,
কোথাও কান্না নেই -
আবছায়া জলের দাগ কেবলই।

কোথাও আলো ছিলো একদিন -
আজ ছোপছোপ হলেদেটে বিলীনপ্রায়
ক্ষতচিহ্ন ধূসর প্রেক্ষাপটে জমছে শুধুই।

কোথাও কি বাজছে নূপুর
মীনকুমারীর চোখের কোনে
জলের ফসিল জমা হল নাকি ?

জলের ওযে বুক জ্বলে যায়; তুমুল তৃষ্ণায়
শঙ্খনাদে মেঘডমরুর বিপুল নিনাদে
ডাকছে ডাকছে জল, শোনেনি জলের পাখি।

কোথাও ক্রন্দন ছিলো একদিন
কোথাও তুমুল হাসির বান,
আজ কোথাও ক্রন্দন নেই।

ছবি : আমার তোলা

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ