কিছু একটা করা চাই

অরণ্য ৩০ ডিসেম্বর ২০১৪, মঙ্গলবার, ০৭:৪৯:১৩অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৬ মন্তব্য

মাথা কাজ করছে না, কিছু একটা করা চাই
কি করি বলো তো?
কিছু একটা বলো।
ঠিক আছে, একটা শব্দ বলো তোমার পছন্দের।

ঃ পাগলামো

বর্গীয় বর্ণের এ খুঁটিতে হাত কেন?
আর কোন অক্ষর নেই, পাগলি কোথাকার!
করছো তো একটি কাজই - সারাক্ষণ!

হেই! বছর তো শেষ হয়ে গেল!
এক শব্দে বছর বলো তো।

ঃ হারালাম

হুম! ভাববার বিষয় তো বেশ!
কিছু বুঝি হারিয়েছ এ বছরে?
নাকি হারালে কাউকে
যাকে খুঁজে পেলেও গ্রহন করবে না কোনদিন?
নাকি হারিয়ে দিলে কাউকে?
কিংবা নিজেই হারালে নিজেকে?
হাসছ কেন?
বলো, হাসছো কেন?

ঃ কিছু একটা করা চাই।
কিছু একটা করা চাই তোমার, বুদ্ধু!

 

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ