কালীতলার মেলা

হালিম নজরুল ১২ মে ২০২০, মঙ্গলবার, ০৭:৫৯:৩৩অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

 

**(ক-গ / খ-ঘ ছন্দে লেখা একটি কিশোর কবিতা)**

চল সখিনা আজকে যাবো তেরো নদীর পার
প্রাক-বোশেখে যেথায় বসে কালীতলার মেলা।
সেখানে থেকে আনবো কিনে সপ্ত ফুলের হার
চোখ জুড়িয়ে দেখবো সেথা সাপ-বানরের খেলা।
--
নারে ছোটন আর যাবোনা ঐ না বটের তলে
নিত্য নাকি ঐখানেতে ভূত-পেত্নীর বাস।
খোকা খুকুর রক্তে নাকি ওদের দিবস চলে
কাল খেয়েছে দশটা গরু,বিশটা পাতিহাঁস।
--
ওসব কিছু সত্য না রে কল্প কথার মালা
সেথায় আছে রঙের মানুষ,নানান রঙের সাজ।
শুনবো জারি-ভাটিয়ালী,মন্ত্রমুগ্ধ পালা
আনবো কিনে পুতুল,ঘুড়ি শেষ বিকালে আজ।

----------------------0 0----------------------

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ