কালবেলা

বোরহানুল ইসলাম লিটন ৮ জানুয়ারি ২০২২, শনিবার, ০৭:৪৩:০৮পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

পিছে হাসে কালবেলা!
যদি করে কেউ বাঁধনের বুকে
বিশ্বাস নিয়ে খেলা!

বোদ্ধা বুদ্ধু একই অন্তরে
আজীবন করে বাস,
তবুও চায় না একে অপরের
করতে সুখ বিনাশ।

হয়তো বলবে কখনো কি হতো
আলোর এতোটা দাম,
যদি না থাকতো তিয়াসীর বুকে
লেখা আলেয়ার নাম!

মানছি তা’বলে হোক ছলে দাঁত
পিষলে জিভকে সুরে,
না বুঝে কি রয় বেদনার ধারা
জ্বর সয়ে কিছু দূরে?

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ