করোনাকালের গুচ্ছছড়া

মাহবুবুল আলম ২০ এপ্রিল ২০২০, সোমবার, ১২:০২:০৮অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

রিলিফ চোরদের ধর || ১

মহামারী-দুর্দিনেও, কিছু অমানুষ
রিলিফ করছে চুরি
ত্রাণের চাল চুরি করে
ভরছে নিজের ভুঁড়ি।

এরা অধম সেই নরাধম
চারপায়া সব পশু
দিনে ঘুরে সাধুর বেশে
রাতে ডাকাত রসু।

চুরি এদের মজ্জাগত
চুরি এদের স্বভাব
করবে চুরি দিনে রাতে
না থাকলেও অভাব।

রাজনীতিকের লেভেল গায়ে
চুরি করে বেড়ায়
ভোট আসলে এরাই আবার
নির্বাচনে দাঁড়ায়।

নর্দমার কীট এসব চোরদের
একটা একটা ধর
ধরে ধরে সব চোরদের
ছালার ভেতর ভর।

সেই হুজুররা কই [] ২

ষাট হাজারী, হেলিকপ্টারী
হুজুররা সব কই
এই বিপদে সেই হুজুরদের
পথ চেয়ে যে রই।

কয়দিন আগেও করোনা নিয়ে
করেছেন উপহাস
এখন তাদের নেই যে খবর
কোথায় করছেন বাস?

যেই হুজুর করোনার সূত্র
করলেন আবিস্কার
তিনিও কি হারিয়ে গেছেন
পাই না খোঁজে আর।

এমন নিদানকালেই যদি
না থাকে খবর
চাইনা আর শুনতে তাদের
তেজী কন্ঠস্বর।

আবার আসিলে দেশে
ওয়াজের সময়
তখন হুজুর দেখেন ক'জন
আপনার খবর লয়।

মুখে শরম চোখে লাজ || ৩

সাবান দিয়ে হাত ধূয়ে আর,
চলবে কত দিন
হাত ধূয়ে তো বসে আছি,
এবার খাবার দিন।

ধনীর ঘরে ফ্রিজে স্টোরে
মজুদ আছে খাবার
নিন্মআয়ের মানুষদেরও
পথ আছে যে যাবার।

চক্ষুলজ্জার জন্য যারা
পাততে পারেনা হাত
খুঁজে দেখুন তাদের ঘরে
রান্না হয়না, ভাত।

আটারুটি আলু সেদ্ধে
ভরছে যদিও পেট
মেজাজখানা বিগড়ে গিয়ে
করে খেট খেট।

তাদের জন্য সবাই এখন,
বাড়িয়ে দিন হাত
এই সময়টাই যাবে জানা
মানুষ কেমন জাত।

পেটুক মানুষ || ৪

দেশের এমন ক্রান্তিকালেও
চলছে গরু জবাই
ভাগবাটোরা চলছে ভীষণ
'করোনা' চিন্তা নাই।

হায়রে মানুষ পেটুক মানুষ
বাঁচলে তবেই খাবি
ধরলে এসে মহামরণ
তখন কোথায় যাবি?

খাওয়ার লোভ বন্ধ করে
ঘরের ভেতর থাক
আর কটা দিন সবুর কর
জিহ্বা সামলে রাখ।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ