কবি ও কবিতা

আগুন রঙের শিমুল ২১ এপ্রিল ২০১৭, শুক্রবার, ০৬:৪১:১০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

মাঝরাতের অস্থির জাগরণ -
আর গুটিকয় সম্ভাব্য দুর্নামের সাথে,
বুকের ভেতর সম্মিলিত চিৎকার মিশিয়ে
চৈতন্যে নিঃসঙ্গ ট্রাফিক লাইটের মতো
ক্ষনস্থায়ী হলুদ বাতির সাবধানতা ; এইসবে মিশে আছে -
কবিতা ; আজন্ম প্রেয়সী আমার।

কবিতা আমার প্রেমিকা হয়েছে যেদিন -
সেদিন থেকেই জেনেছি ;
কবিরা মুলত, সত্যের মতো একা।

ওষ্টের কোমলতার মতো বিষ
অথবা ভ্রুভঙ্গের মতো শানিত কাটারি
কিংবা দুরত্বের মতো নির্বোধ কার্তুজ।

যা খুশি তাতেই চাইলে কবিরে বধিতে পারো -
অনেক উপায় আছে, শোন
কবিতারা অবধ্য, নির্ভয় এবং ভয়াবহ -
তাকে রুখতে পারে তেমন দেয়াল তৈরী হয়নি কোন।

বস্তত ; কবি প্রেমে পড়ে নারীর -
এবং বালিকারা প্রেমে পড়ে কবিদের।
অতঃপর, বালিকা নারী হয়ে উঠবার পরে, আর দশটা সাধারণ নারীর মতোই বৈভবের প্রেমে বুদ হয়ে যায়।

যেহেতু, বিষয়াসক্তি কবিতার সাথে যায়না, সেহেতু, যথারীতি কবি থেকে যায় চির উপেক্ষিত।

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ