কথা বলে সে নদীর সাথে

ছাইরাছ হেলাল ২৮ ডিসেম্বর ২০১৬, বুধবার, ০৫:১৩:০৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

কনে দেখা আলোতে দু’কুল ছাপানো নীরব চোখে
মায়াময় যাদু, সবুজ সবুজ নিঃশব্দ হাসিতে
ছড়ানো অনাবিল আনন্দহাসিতে
মা-মনি তুমি কে?

টলোমলো পায়ে জীবনচাঞ্চল্য পেছনে ফেলে
অসাধারণ অস্তরাগে নিচ্ছ অমরতার স্বাদ?
বেঁচে থাক শতের শতাব্দী মা-বাবার বুকে
চাঁদজ্যোৎস্না হয়ে,

শৃঙ্খলিত শব্দপুঞ্জের অনুচ্চ ডাকে
কথা বলো নদীর সাথে সবার অগোচরে
নদীও হেসে ফেলে ছলাৎ শব্দে
ফোনক্যামেরার মিহি শব্দে;

বাস্তব আর অবাস্তবের সব প্রতিকূলতায়ও
দাঁড়াবে স্বপ্নচূড়ায় দু’হাত মেলে
মেঘাকাশ ছুঁয়ে,
ফিরে আসবে বারান্দার গোলাপবনে
মুঠোভরা ঝলমলে মুক্তো নিয়ে
আকাশপৃথিবীর নীরবকথায়, মায়ের বুকে চুপে চুপে,

মুখরা মা, দোহাই, এবার একটু থামতে বলি
নিঃশব্দ নীরবতায় নাবলা-কথা একটুখানি পড়ি;

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ