কঙ্কালের হাতছানি

ছাইরাছ হেলাল ৪ জুলাই ২০১৬, সোমবার, ০৪:১১:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

এই তো, এই মাত্র এক সতেজ-সজীব খুনিকে দেখলাম, খুন হতেও দেখলাম,
দেখলাম রক্ত নদীতে বাঁচার আকুতি, মরে গিয়ে বেঁচে যাবে তাও মানছি না।
হীরকধার তরবারির ঝানু আস্ফালন শেষে খুনির চোখে জল! খুন হলে কাঁদে,
খুন করে কেউ কাঁদে নাকি!

এর থেকে মরে গিয়ে বেঁচে থাকার রাস্তাটাই ঢের ভাল ছিল, বাক্সে লুকানো রুদ্ধক্রোধ
পরস্পরাহীন, আক্রোশের জগদ্দল মেঘ শুধু ডেকে যায়, মরণবৃষ্টি হয়ে নেমে আসে না,

বর্ণহীন বর্শাঘাতে শবসম্ভোগী মরণ যে কেন মরে যায় না পিঙ্গল চোখ শুধু তাই ই ভাবি।
মরণ, তুমি গলিত উলঙ্গ শব, শতাব্দীর পুঞ্জীভূত বন্ধ্যা মাংসস্তূপ, সন্ধ্যাশেয়াল;
শতছিদ্র মরণ,
প্লাবনের রক্তসমুদ্রে ডুবে মর না কেন? এখুনি, নিঃস্বভাবে,

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ