ওরে বাবা!

বোরহানুল ইসলাম লিটন ২৭ মার্চ ২০২২, রবিবার, ০৭:০০:৫৪পূর্বাহ্ন ছড়া ৭ মন্তব্য

ওরে বাবা! রাত্তিরে
দেখি এক গেছো ভূত,
ঘরে ঢুকে করছে সে
ঘুরে ঘুরে খুঁত খুঁত।
এই সাজে চিতা বাঘ
ভাবি বুঝি দেয় হানা,
ফের দেখি ডেকে উঠে
বিড়ালের কালো ছানা।

বুজলেও দু’টি চোখ
সাপ ফুঁসে দেয় দৌড়,
চুপিসারে দোর খুলে
ভল্লুক সেজে চোর।
টমি এসে মাথা নাড়ে
নিশ্চয় নয় পোষা,
হাতি ছুটে শুঁড় তুলে
হায় হায় একি দশা!

দেহ কাঁপে থর থর
ভেবে আছে আরো কি যে,
শুঁকে জানি বিছানাটা
লোনা জলে গেছে ভিজে।
তবু এলো হনুমান
দেবে না কি ভেঙে ঘাড়?
খাট থেকে পড়ে বুঝি
সব দোষ নিদ্রার!!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ