ঐ ডাকে নীলের সমুদ্র

ছাইরাছ হেলাল ২৯ এপ্রিল ২০১৯, সোমবার, ০৯:৪৬:১৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৪০ মন্তব্য

 

এসেছি বিকেল-সমুদ্দুরে, ডানা-মেলা-আনন্দে আনন্দ নিয়ে
চোখে পুরে নিয়েছি গোটা নীলের-সমুদ্র, বাতাসে এলো-চুল বিছিয়ে;
দিগন্ত ছুঁয়ে-ছুঁয়ে যাওয়া হাওয়া-উত্তল-জলরাশি,
বিচ্ছুরিত ঢেউ আছড়ে পড়ছে ক্রমাগত হৃদ-সমুদ্রে হৃদ্দি হতে হতে
গোলাপের-সুঘ্রাণ-উষ্ণতা নিয়ে, অপেক্ষার বীজ বুনছি।

হে দীঘল সমুদ্র, তুলে নাও আমাকে, একবার শুধু,
আমি সমুদ্র-জল হয়ে শুধুই নীলে গড়াবো,
বালিয়াড়ির ধার ধরে ধরে;
চোখে তুলে নিয়েছি রঙিন চশমা, বঁধু বেশে;

নীলাকাশ ছোঁব বলে
রূপানলে ছুটি, ছুটে যাই দিগ দিগন্ত পানে,
ভুরু-ভঙ্গা হাসির নূপুরের রিনিঝিনি
কাচ-পেয়ালা ভাঙ্গার ঝংকারের-শব্দ শুনি।

বুকের পাঁজরে ঝুলে থাকা আগ্নেয় শিলা
নড়েচড়ে বসে, গরল-অমৃতের বিষ-বাষ্প ছড়িয়ে,
লুকিয়ে থাকা অমৃত, চেখে নিতে চায় ঈর্ষার দহন-আগুনে।

ফিরে যাব মৃত্যু-উপত্যকায় ঐ নীল-সমুদ্র মাঝে
বারে বারে, কোন এক কোজাগরী পূর্ণিমা-রাতে
জমজম জলে ধুয়ে মুছে।

***************************************************
চোখান!!
এটি আসলে আমি না, মানে আমি লিখিনি,
শুন্য শুন্যালয়ের লেখাটি তাইপ করেছি মাত্র, উনি বিরাট ব্যস্ত-সমস্ত!!

0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ