এসো প্রেম প্রেম খেলি

হালিম নজরুল ২৬ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১০:০৯:৪৩পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য

 

এসো প্রিয়তম,চলো নির্বিঘ্নে প্রেম প্রেম খেলি
চলো দ্রুত খুলে ফেলি লাজ লজ্জার ভাঁজ
এসো প্রিয়তম,এসো
চলো মুদ্রার দু'পীঠে এঁকে দিই একইরূপ চিহ্ন
যাতে জয়টা নিশ্চিত আমাদেরই হয়।

প্রিয়তম,তুমি কি দেশপ্রেম দিয়ে গোসল করেছো কখনো?
দেখেছো কি কখনো পূর্ণিমার আঁড়ালে---
লুকিয়ে রাখা অমাবশ্যা?
গাঁধার সামনে ঝুলিয়ে রাখা মূলোগুলো---
কিভাবে হাওয়াই মিঠাই হয়
এসো আজ সেসব দু'একটা গল্প শোনাই।

মৌলবাদী আদর্শ ভাঙিয়ে কিভাবে
কম্যুনিজমের খুচরা পাওয়া যায়,
চেতনার গল্প বুনতে বুনতে
কিভাবে পৌঁছে যাওয়া যায় ঘুমেদের বাড়ি
এসো ভাগাভাগি করে নিই--
সেইসব গল্পের আসন।

তুমি ভুলে যাও বৈঠা বেয়ে পাড়ি দেয়া
একযুগ ঝঞ্জাবিক্ষুব্ধ সাগরতন্ত্র।
কথা দিলাম আমিও ভুলে যাবো--
ধানবনে শুয়ে থাকা আমাদের প্রেমময় স্মৃতি।
চলো সময়ের স্রোতে এলিয়ে দিই
আমাদের অবোধ শরীর।

একদিন নাতি নাতনীদের শুনিয়েছিলাম
যেসব আদর্শিক স্বপ্নের গল্প
আজ না হয় সেগুলো শীর্ণ হোক
অনাহারী গণতন্ত্রের মত।
চলো এই সুযোগে আজ কুঞ্জবনে যাই;
পাশাপাশি বসি।
চলো আজ একে অপরকে
আমাদের নীতিভ্রষ্টতার গল্প শুনাই।

-------------------0 0-----------------------

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ