এবারে আর এসো না

ছাইরাছ হেলাল ৩১ ডিসেম্বর ২০১৮, সোমবার, ০৩:১৩:৫৫অপরাহ্ন গল্প ১০ মন্তব্য

নিয়ম-নিগড়ের আতিশয্যে গা-দুলিয়ে ফি বছরের মত এবারেও এসে জাহির
দ্বোর গোঁড়ায়, উত্তপ্ত লাভা-গরল ফেলে লালা-চোখা-দৈত্য, ছিঁড়বে খুঁড়বে
পিষে পিষে চিরে-ছিরে চ্যাপ্টা বানাবে, অট্ট-হাসি হাসতে হাসতে;
বিভ্রম-বন্ধনে অমীমাংসিতের কাটাকুটি খেলা অনন্ত অস্পষ্টতার সিল মেরে।
ক্ষয়ে যাওয়া মেঘ-দল দল ছুট হয়ে পথ হারাবে কেঁদে কেঁদে তীব্র শোকে,
ঋতুমতী বর্ষা টিকা টিপ্পনী ছেড়ে-টেরে অবাক উদাস নয়নে কোন এক বজ্রের
অপেক্ষা গুনবে। চাদের মায়া-ফাঁদ তেমন ই থাকবে ছিল যেমন আজন্ম।
সুতীক্ষ্ণ নখর ধারিয়ে পাহাড়ি বিড়াল অপেক্ষায় থাকবে একটি মোহন শিকারের।

হে নূতন বছর, এবার কী না এলেই নয়!! পঞ্চভূতের রগর-নাচনের মায়া-ম্যাজিক নিয়ে!!
বসে আছি জবুথুবু হয়ে অগ্নি কুণ্ডের কিনারে।

শুশুক শীত-নিশ্বাসের নিকুচি করি উঠোন-চুলোর আঁচে,
কাঁচা-রসের মিষ্টি গন্ধ-মাদকে।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ