এখন আর চোখের জল ফেলা যায় না,,,

নিরব সাগর ২৯ ডিসেম্বর ২০১৯, রবিবার, ০৯:৩৮:৪৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

মেঘ ও মেঘ, আমায় একটু তো দেশে নিবি । আমার চোখেতে জল টলমল করছে ।তোর সাথে উড়তে উড়তে, পাহাড়ের গায়ে গা ঘেঁষে একটু ঝরে পড়তে চাই। দেখে সবাই বলবে বৃষ্টি হচ্ছে ,কেউ বুঝতে পারবে না আমি কান্না করছি ।
এতে অবশ্য তোর তেমন লাভ হবে কিনা জানিনা, তবে আমার একটা লাভ হবে ।আমার লাভটা হলো কেউ বুঝতে পারবে না আমি কান্না করছি। সবাই দেখবে শুধু আমার হাসি মুখটা।
কান্না বিষয়টা একটু আলাদা, সবাই হাসি মুখ দেখতে বেশি পছন্দ করে। কান্না কেউ দেখতে চায় না। আমিও কান্নাটা কাউকে দেখাতে চাইনা।
কান্না করাটা হচ্ছে নিজের একটা দুর্বলতা ।আর নিজের দুর্বলতা প্রকাশ না করাই ভালো।

একটা সময় পর অনেক কিছুই করা যায় না ।একটা সময় পর সব চাওয়াই চাওয়া হয় না। একটা সময় পর অনেক কিছুই নিজের হয় না। এই বয়সে এসে এখন আর কান্না করা যায় না,চোখের জল ফেলে যায় না।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ