Manikganj-Nazrul তাল পুকুরভাবিনি কভূ এভাবে
আবারো হবে দেখা
বলতে পারো কত দিন পর
হলো দেখা!  -{@
তুমি জানতে,
আমার মনের কোণে যখনিই
ঘণ কালো মেঘের ঘণ ঘটা
তখনি  -{@
তুমি বকুল ফুলের মালার
নেশা গ্রস্থ মনে কামনার উন্মাদ ছড়ানোর
ঘ্রাণে সব ঝড় ঝাপটার অবসান ঘটাও।

মনে পড়ে কি আজো
কি হিংস্রোতায় চেয়েছি শুধুই তোমাকে
এ যুগে এটাকে,
ইভটিজিং বলতো  -{@

কি নির্লজ্জতায়
পিছু নিয়েছিলাম তোমায়
শুধু -{@
কৃষকের বুকে মুখে খুশির জোয়াড় যখন
ঘরের আঙ্গিনায় মজুদ শষ্য দানার,
আমার সূখ ছিল
তোমাকে তুমি বলার।

ভাবিনি কভূ এ ভবে এ ভাবে
আবারো হবে দেখা
শেষ দেখাটা যেখানে হয়েছিল
সেখানেই আবার দেখা
তেমিই আছে তাল তলার
পুকুরের ঘাটটি
তেমনি আছে বকুল ফুলের গছটিও
তবে -{@
জীবন যৌবনে ভাটা পড়েছে
ঠিক তুমি যেখানে দাড়িয়ে
অপরাগতার কথা বলে ছিলে
বলে ছিলে,
যেখানে জীবন যাপনের অর্থের নিশ্চয়তা নেই
সেখানে হয়তো পুঞ্জিভুত ভাল বাসা আছে
তবে তা অবাস্তবিক,
আজ সবিই আছে
নেই কমতি
অর্থ কড়ির
শুধু
নেই তুমি নেই তোমার পাগল করা
নামের উচ্চারণ ...........মমি -{@
ভাবিনি কভু এ ভাবে
আবারো হবে দেখা।

জীবন সংসার হয় অলংকার
নারীর কারন
পুরুষের জীবন ধারা বদলায় বার বার
তোমাদের কারন,
আমিও চেয়েছি বদলে যেতে
পারিনি, -{@
ভালবাসার বন্ধনে আবদ্ধ  আমি
ছিন্ন করতে জানিনে বলে।

ভাবিনি কভু এ ভাবে
আবারো হবে দেখা
সবিই তো বলছো তুমি
আত্বপক্ষ সমর্থনে
সুযোগ দাও না আমায়,
তুমি কি ভেবেছো শুধু
তুমিই -{@
ভালবাসতে জানো!
ভালবেসে ছিলে আমায়?
এখনো হয়নি দেখা জীবনের
শেষ আনন্দ ঘণ অধ্যায়,
এখনো রাত জাগি সেই আগেরই মতো
এখনো আশায় বাচি
এখনো ভাল বাসার মরু ভুমিতে
জল ঢালি
পুরনো প্রেমকে আজীবন
জীবিত রাখবার। -{@

তা অসম্ভব
এ সমাজ সংসার মেনে নিবে না
বুঝবে না আত্মার  সূখ কোথায়
বরং -{@
সমাাজের চোখে তোমার আর আমার পরিচয়
হবে পরোকিয়া।

হলো তো অনেক
এবার উঠি....
হৃদয় যেখানে হৃদয়কে করে পর
তবে কেনো দেবো বাধা বল
ভাবিনি কভু এ ভাবে
আবার হবে দেখা।

533337_111028415759606_920441196_nছবিঃ বিদ্রোহী কবি নজরুল ইসলামের তাল তলা পুকুর

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ