একজন পাঠকের গল্প

আরজু মুক্তা ৪ জুলাই ২০২১, রবিবার, ১১:৩২:৪০অপরাহ্ন শুভেচ্ছা ২০ মন্তব্য

একজন নিবিষ্ট পাঠক। যার আগমন সোনেলায় ২০১২ এর অক্টোবরে। হাঁটি হাঁটি পা পা করে নয়টি বছরে সমান, দীপ্র, দীপ্ত পথচলায় ৭১৫ টি পোস্ট লিখে আমাদেরকেই উল্টা বসিয়েছেন পাঠকের আসনে। আমরা ভাবি, " Actually a writer never takes a vacation. For a writer, life consists of either writing or thinking about writing. " অথচ তাঁর পিপাসার্ত কলম বলে, " উনি যা লিখতে চান তা লিখতে পারেননি।"

বিদ্যুতের ঝলকানি আলো নিয়ে এসে দাঁড়িয়েছেন সোনেলায়। আমাদেরকে সঙ্গে নিয়ে দেখবেন রাজপথের আনন্দের জনস্রোত। সেদিন কবিতারা তারার মতো বর্ষিত হবে। শোনাবে জোসনার গান। উৎসুক লাল চাঁদ ঝুলবে নীল চাঁদোয়ায়। সজীবতার সতেজ অনুভূতিতে দোলা দেবে সোনালি সুখ স্মৃতি....উষ্ণ উষ্ণ ভালোবাসা।

আড়মোড়া ভেঙ্গে এক কাপ ধোঁয়া ওঠা চা নিয়ে সোনেলার রাজ্যে প্রবেশ করেই প্রথম পাতায় প্রথম লেখায় তাঁর  একান্ত অনুভূতি অথবা কথার ফুলঝুড়িতে চোখ ক্লান্তিহীনভাবে একদৃষ্টিতে মুগ্ধতায় জড়াবে । পাতা উল্টালেই খুঁজে পাবো সবুজ বন বনানী, নীলাভ আকাশ, পাখির কলতান, নদীর বাঁক, সময়ের রকম ফের, স্বপ্ন ছোঁয়া কুটির, স্মৃতির মিনার, শান্ত ঝর্ণার নীল টুপটাপ জলের স্নিগ্ধ বাতাস। উনি স্কেচে আঁকা শিল্পী। ইজেলে এঁকে চলেছেন রিনিক ঝিনিক ছন্দে। আমরা 'কান পেতে রই !' নৈশব্দের শব্দ শোনার জন্য।

ভরা পূর্ণিমায়  আমরাও অপেক্ষায় থাকি " কে আসে নিরালায় ?  কে বাজায় বাঁশী ক্ষণে ক্ষণে ?  "

তাঁর গোধূলিবেলা আর সেই সময়ের বর্ণিল আকাশ এবং শিশুদের নিষ্পাপ হাসি খুব পছন্দ।

আমরা, সোনেলার পরিবার তাঁকে প্রার্থনায় রাখলাম সেই মুহূর্ত জুড়ে।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ