এই সোনেলায়

আনন্দধারা বহিছে ভুবনে ৮ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার, ০৫:৩৩:৪৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৫ মন্তব্য

১৪ জুন ২০১৩ সনে সোনেলায় এসেই প্রথম পোষ্ট দিলাম।কানা ছেলের নাম পদ্মলোচন,তেমনি নামের আগে দিয়ে দিলাম ব্লগার।নিজে ডিগ্রী কিনে লাগানোর মত আরকি।
আমার প্রথম পোষ্টে প্রথম মন্তব্য আদিব আদনান ভাইর,এরপর একে একে মন্তব্য করলেন,
ছাইরাছ হেলাল ভাই
জিসান শা ইকরাম ভাই
কৃন্তনিকা আপু
সোনিয়া হক আপু
বায়রনিক শুভ্র ভাই
প্রজন্ম ৭১ ভাই
হতভাগ্য কবি ভাই
একজন নিষ্ঠাবান দেশপ্রেমিক ভাই।
আজকে সাম্প্রতিক মন্তব্য দেখে পোষ্টে মন্তব্য দিলেন অরণ্য ভাই,ইমন ভাই।

প্রথম মন্তব্যকারীদের মাঝে অনেকেই এখন অনুপস্থিত সোনেলায়।ছাইরাছ ভাই, জিসান ভাই,কৃন্তনিকা আপু,প্রজন্ম ৭১ ভাই এখনো আছেন।কৃন্তনিকা আপু ব্লগে রোজ আসলেও নতুন লেখা দিচ্ছেন না অনেকদিন। এই চার জন মানুষ প্রথম থেকে আজ পর্যন্ত যত পোষ্ট আমি দিয়েছি,তার প্রায় সব পোষ্টেই মন্তব্য দিয়ে উৎসাহিত করেছেন আমাকে।প্রথম পোষ্টে মন্তব্যকারী হিসেবে আমি অপেক্ষা করি কখন এনারা এসে আমার নতুন পোষ্ট পড়বেন।

এরপরে ধীরে ধীরে সোনেলার প্রসার হয়েছে।অত্যন্ত স্নেহ মমতায় আমাকে উৎসাহ দিয়েছেন আমার অখাদ্য কুখাদ্য হিসেবে পোষ্ট সমূহে। মিসু আপু, বনলতা সেন আপু,লীলাবতী আপু,শুন্য শুন্যালয় আপু,মনির হোসেন ভাইয়া,শিশির কনা আপু, রিমি রুম্মন আপু, মজিবর ভাইয়া,শিমুল ভাইয়া,সিন্থিয়া আপু,নিতেশ ভাই,নুসরাত মৌরিন আপু,মেহেরী তাজ আপু,খেয়ালী মেয়ে আপু,অরণ্য ভাইয়া,নীলাঞ্জনা আপু,স্বপ্ন ভাই, মিথুন আপু,ইমন ভাই,মরুভুমির জলদস্যু ভাই,তানজির ভাই,অনিকেত নন্দিনী আপু,অরুণি মায়া আপু সহ অন্যন্য ব্লগার গন সোনেলায় আইডি করার পরে আমাকে সারাক্ষণ উৎসাহ দিয়েছেন।এনাদের স্নেহ, ভালবাসায় আমি আপ্লুত।জানা নেই, পরিচয় নেই, তবু অচেনা একজন সজীব স্নেহ ভালোবাসার কারনে কারো কাছে হয়ে গিয়েছি সজু,শিষ্য,পিচ্চি,বাবু,খোকা,ভাই। আজকের এই বেলায় এই স্নেহ, ভালোবাসা, মায়া আমার চোখ ভিজিয়ে দিচ্ছে।

আমার প্রায় সব পোষ্টে আমি নিজে হেসেছি,সবাইকে আনন্দে রাখতে চেয়েছি।বর্তমান জটিল এবং কাঠখোট্টা জীবনে নির্মল আনন্দের অভাব তীব্র।আনন্দে ভাসাতে চেয়েছি আমার প্রিয় সোনেলার প্রিয় মানুষ গুলোকে। কতটা সফল হয়েছি জানিনা,তবে আমি আমার সর্বাত্মক চেষ্টা করেছি।

প্রিয় মানুষদের লেখা গুলো গোগ্রাসে গিলেছি আমি।নিজে লিখতে না পারার অপুর্নতা পুর্ন করেছি তাঁদের লেখা সমূহ পড়ে।

আমার জীবনের একটি অধ্যায়কে আনন্দে পরিপুর্ন করে দেয়ার জন্য সোনেলায় আমার প্রিয় মানুষগুলোর প্রতি আমি কৃতজ্ঞ।ভালোবাসি সবাইকে আমি  (3
কখনো আমি কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিবেন আমাকে।

সোনেলা ব্লগ টিম,পাঠক,শুভাকাংখি এবং সমস্ত ব্লগারের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা  -{@
ভালো থাকুন আপনারা।

সোনেলায় এটি আমার পঞ্চাশতম পোষ্ট। এই পোষ্ট উপলক্ষে আমার প্রিয় সবার জন্য এই গান।  

প্রিয় কবির একটি কবিতা দিয়ে পোষ্ট শেষ করছি-
***************************************
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়
হয়তো মানুষ নয়- হয়তো বা শংখচিল শালিখের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়।
হয়তো বা হাঁস হব- কিশোরীর- ঘুঙুর রহিবে লাল পায়
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে।
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায়।

হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে।
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে।
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে।
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে
ডিঙ্গা বায়; রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে।

 

0 Shares

৪৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ